শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
নবীনগরে পিঠা উৎসব পালিত
মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৭:০৫ PM

শীত আসে। সেই সঙ্গে হাজির হয় পিঠা উৎসব। এ সময় টাটকা চালে তৈরি করা হয় বাহারি পিঠা পুলি। পিঠার সেই মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ে মূলত ঋতুর প্রথম ভাগ থেকে।

গোলায় ধান তোলার পর গ্রামে ভাসে আনন্দের বন্যায়। ধান কাটা ও গোলায় ভরার এ উৎসব নতুন এক খবর দেয় জনপদে। সে বার্তায় থাকে পিঠার আমন্ত্রণ। শীতের সকালে খেজুর রসের স্বাদই আলাদা। সে রসে ভেজানো চিতই পিঠার ঘ্রাণ টানে পাড়ার মানুষকে। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে এলাকায় নতুন করে পরিচয় করানোর জন্য পিঠা উৎসবের আয়োজন।ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রামাঞ্চলের শিশুদেরকে পুরাতন ঐতিহ্য ধরে রাখার জন্য নানান পিঠাপুলির সমারোহে পিঠা উৎসব শিবপুর ইউনিয়নের নুরনগর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইমরুল হাসান শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান মো. শাহীন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির আহম্মেদ, ডাঃ আবু জাফর জামাল, ডাঃ আবু জামাল, সরোয়ার চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম শাহন, মোমিন মোল্লা, শীতল মিয়াসহ স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। উপজেলার পূর্বাঞ্চলে এই প্রথম মাধ্যমিক স্কুল পর্যায়ে ব্যতিক্রমধর্মী এই উৎসবের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের আগামী প্রজন্মের মধ্যে পুরনো পিঠা পুলির উৎসব পালনের জন্য উৎসাহ প্রদান করেন আগত অতিথিগণ। পিঠা উৎসবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত