বাংলাদেশের অন্যতম নদীবহুল উপজেলা বরিশালের বাকেরগঞ্জ। ১০টি নদী উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আর তুলাতলী নদীর সঙ্গে উপজেলার শ্রীমন্ত, কারখানা, তেঁতুলিয়া, বিষখালী, পায়রা, পাণ্ডব, গোমা, রাঙ্গাবালিয়া ও খয়রাবাদ নদীর সঙ্গে প্রতিদিন জোয়ার ভাটা চলে। তুলাতলী নদীর কোণ ঘেঁষে গড়ে উঠেছে বাকেরগঞ্জ বন্দর উপজেলা শহর।
এক সময় তুলাতলী নদীই ছিল বাকেরগঞ্জের প্রাণ। এ নদী দিয়ে বাণিজ্যিকভাবে মালামাল আদান-প্রদান করা হতো। তবে দিন দিন নদীটি গুরুত্ব হারাচ্ছে। খুব বেশি দিন আগের কথা নয়, তখন এ নদীতে সারা বছর মানুষ গোসল, নামাজের জন্য অজু ও নৌকা চালাচল করত। এখনো বন্দরের শত শত পরিবারের লোকজন নদীতে গোসল করেন। এক সময় নদীতে মাছ পাওয়া যেত অনেক। সেই টলমল পানি এখন নিক্ষিপ্ত বর্জ্যে দূষিত হচ্ছে প্রতিনিয়ত। মূলত জনসাধারণের অসচেতনতার জন্যই প্রতিনিয়ত টার্মিনালের পাশ থেকেই নিক্ষেপ করেন বর্জ্য। প্রচুর পরিমাণে বর্জ্য ফেলার কারণে নদীর পানি ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। এখন নদীর পানি দূষিত হওয়ার কারণে মাছ পাওয়া যায় না বরং উল্টো স্বাস্থ্যঝুঁকিতে দিন কাটায় নদীপাড়ে বসবাসরত হাজারো মানুষ। এ ছাড়াও নদীতে দূষণ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে।
বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |