বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
প্লাস্টিক-পলিথিন বর্জ্যে দূষিত হচ্ছে তুলাতলী নদী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৭:৫০ PM

বাংলাদেশের অন্যতম নদীবহুল উপজেলা বরিশালের বাকেরগঞ্জ। ১০টি নদী উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আর তুলাতলী নদীর সঙ্গে উপজেলার শ্রীমন্ত, কারখানা, তেঁতুলিয়া, বিষখালী, পায়রা, পাণ্ডব, গোমা, রাঙ্গাবালিয়া ও খয়রাবাদ নদীর সঙ্গে প্রতিদিন জোয়ার ভাটা চলে। তুলাতলী নদীর কোণ ঘেঁষে গড়ে উঠেছে বাকেরগঞ্জ বন্দর উপজেলা শহর।


সরেজমিনে দেখা যায়, বাকেরগঞ্জ বন্দরের পুরাতন লঞ্চঘাট টার্মিনালের পাশে তুলাতলী নদীতে পলিথিন, আশপাশের বাড়িঘরের ময়লা-আবর্জনা, বন্দরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ময়লার ভাগাড় ও ওষুধের বোতল, প্যাক, সুইসহ মেয়াদ উত্তীর্ণ ওষুধ-বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। অতিরিক্ত সব বর্জ্যই লঞ্চঘাট টার্মিনালের পাশ থেকে নদীতে ফেলা হয়। এসব বর্জ্যে তুলাতলী নদী দূষণের পাশাপাশি বায়ু দূষণও হচ্ছে এবং এই দূষণ তুলাতলী নদী থেকে শুরু করে পুরো উপজেলার বিভিন্ন নদীতে ছড়িয়ে পড়ছে।


এক সময় তুলাতলী নদীই ছিল বাকেরগঞ্জের প্রাণ। এ নদী দিয়ে বাণিজ্যিকভাবে মালামাল আদান-প্রদান করা হতো। তবে দিন দিন নদীটি গুরুত্ব হারাচ্ছে। খুব বেশি দিন আগের কথা নয়, তখন এ নদীতে সারা বছর মানুষ গোসল, নামাজের জন্য অজু ও নৌকা চালাচল করত। এখনো বন্দরের শত শত পরিবারের লোকজন নদীতে গোসল করেন। এক সময় নদীতে মাছ পাওয়া যেত অনেক। সেই টলমল পানি এখন নিক্ষিপ্ত বর্জ্যে দূষিত হচ্ছে প্রতিনিয়ত। মূলত জনসাধারণের অসচেতনতার জন্যই প্রতিনিয়ত টার্মিনালের পাশ থেকেই নিক্ষেপ করেন বর্জ্য। প্রচুর পরিমাণে বর্জ্য ফেলার কারণে নদীর পানি ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। এখন নদীর পানি দূষিত হওয়ার কারণে মাছ পাওয়া যায় না বরং উল্টো স্বাস্থ্যঝুঁকিতে দিন কাটায় নদীপাড়ে বসবাসরত হাজারো মানুষ। এ ছাড়াও নদীতে দূষণ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে।


বাবু/জেএম 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত