বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
৪০ বছর পর কাশ্মীর থেকে পরিবারের কাছে ফিরলেন জাহেরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৮:২৮ PM

জাহেরা খাতুনের বয়স তখন ১৪ কিংবা ১৫। একদিন সীমান্ত পেরিয়ে ভারতে এক আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে বের হন তিনিসহ আরও কয়েকজন। ওপারে গিয়ে হরিয়ে যান তারা। পৌঁছাতে পারেননি আত্মীয়ের বাড়িতে। শেষ পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বাসস্ট্যান্ডে বসে কান্না করছিলেন জাহেরা। জাহেরার কান্না দেখে এক বাসচালক তাকে নিয়ে যান। ওই বাসচালকের সহায়তায় জাহেরাকে বিয়ে করেন ভারতের জম্মু-কাশ্মীর প্রদেশের শ্রীনগরের আব্দুল মজিদ খান নামে এক কৃষক। 


দীর্ঘ ৪০ বছর পর মোবাইলে যোগাযোগ করে অবশেষে নিজ পৈতৃক ভিটায় পরিবারের কাছে ফিরেছেন জাহেরা খাতুন (৫৫)। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত রহমত আলীর মেয়ে। শনিবার (২১ জানুয়ারি) ভোরে তিনি তার পরিবারের কাছে পৌঁছান। 


জানা গেছে, জাহেরা খাতুনের স্বামী আব্দুল মজিদ খান জম্মু-কাশ্মীরের শ্রীনগর পায়েরবালা এলাকার বাসিন্দা। বর্তমানে সেখানেই বসবাস জাহেরা খাতুনের। জাহেরা এখন ভারতীয় নাগরিক। মা-বাবার দেওয়া নাম পরিবর্তন করা হয়েছে। তার নাম রাখা হয়েছে বিবি বেগম। তার সঙ্গে স্বামী আব্দুল মজিদ খানও এসেছেন। তিন যুগে বাংলা ভাষা ভুলে গেছেন জাহেরা । কথা বলেন হিন্দি ও উর্দু ভাষায়। যা বলা হচ্ছে তা শুধুমাত্র ইশারায় বোঝানো হচ্ছে। সেখানে তার এক কন্যা সন্তান রয়েছে। তার নাম ছামিরা। এক মাসের ভিসা নিয়ে বেড়াতে এসেছেন জাহেরা। দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত পরিবারের সবাই।


বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত