মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
ইজতেমার আখেরি মোনাজাতের দিন চলবে শ্যাটল বাস-বিশেষ ট্রেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৮:৩১ PM

আগামীকাল রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমায় এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্ল্যাহ নজরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।


পুলিশ কমিশনার জানান, ইজতেমায় মুসল্লিদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে আজ শনিবার মধ্যরাত থেকে রোববার আখেরি মোনাজাতের দিন বিকেল পর্যন্ত কিছু রুটে অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি ছাড়া সব ধরনের সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকবে।


রুটগুলো হলো-ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় থেকে আব্দুল্লাহপুর, টঙ্গী-কালীগঞ্জ সড়কের মীরের বাজার থেকে টঙ্গী ষ্টেশন রোড, কামারপাড়া ও সাভারের বাইপাইল থেকে আব্দুল্লাহপুর।


এ ছাড়া ঢাকা বাইপাস সড়কের ভোগড়ায়, শাখা রোড বোর্ডবাজার, মীরের বাজার থেকে আসা প্রত্যেকটি সড়ক ক্রসিংগুলো বন্ধ করে দেওয়া হবে। তবে মুসল্লিদের যাতায়তের সুবিধার্থে রোববার ভোর থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় এলাকা থেকে ইজতেমাস্থল পর্যন্ত শ্যাটল বাস (ইজতেমার স্টিকার লাগানো) চলাচল করবে।


পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ট্রাফিক ব্যবস্থা অব্যাহত থাকবে। এ ছাড়াও আখেরি মোনাজাত উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা রয়েছে। ইজতেমা উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্রগ্রাম রুটে ট্রেনগুলো টঙ্গী রেলস্টেশনে যাত্রাবিরতি করবে।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত