আগামীকাল রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমায় এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্ল্যাহ নজরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ কমিশনার জানান, ইজতেমায় মুসল্লিদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে আজ শনিবার মধ্যরাত থেকে রোববার আখেরি মোনাজাতের দিন বিকেল পর্যন্ত কিছু রুটে অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি ছাড়া সব ধরনের সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এ ছাড়া ঢাকা বাইপাস সড়কের ভোগড়ায়, শাখা রোড বোর্ডবাজার, মীরের বাজার থেকে আসা প্রত্যেকটি সড়ক ক্রসিংগুলো বন্ধ করে দেওয়া হবে। তবে মুসল্লিদের যাতায়তের সুবিধার্থে রোববার ভোর থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় এলাকা থেকে ইজতেমাস্থল পর্যন্ত শ্যাটল বাস (ইজতেমার স্টিকার লাগানো) চলাচল করবে।
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |