রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
বেড়ায় দুই চোর চুরি যাওয়া মালামালসহ আটক
বেড়া,পাবনা
প্রকাশ: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩, ২:১৮ PM

পাবনার বেড়া উপজেলাধীন আমিনপুরে চুরি যাওয়া মালামালসহ দুই চোরকে আটক করেছে থানা পুলিশ।

জানা যায়,সাম্প্রতি পাবনা জেলার বিভিন্নস্থানে চুরি হচ্ছে অহরহ,আমিনপুরেও কয়েকদিন আগে এক বাড়িতে চুরি হয়। থানায় অভিযোগের পর গত শনিবার (২১ জানুয়ারি) রাতভর পৃথক অভিযান পরিচালনা করে বেড়া থানা এলাকা থেকে দুইজন চোরকে চুরি যাওয়া মালামাল (টেলিভিশন, ইন্ডাক্সন চুলা, আইপিএস ব্যাটারী, মোবাইল ফোন) সহ আটক করা হয়।

আটকৃতরা হলেন আমিনপুর থানাধীন আহম্মদপুর (উত্তরপাড়া) গ্রামের আঃ হাকিমের ছেলে, আলমগীর হোসেন @ আলম (২৪) ও একই গ্রামের আঃ মান্নানের ছেলে হীরা (২২)। ঘটনার সত্যাতা নিশ্চিত করে আমিনপুর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান,পুলিশ পরিদর্শক (তদন্ত)  জিন্নাত সরকারের নেতৃত্বে এসআই তরিকুল ইসলাম  সঙ্গীয়ফোর্সসহ দুই দফায় আমিনপুর ও বেড়া থানা এলাকায় অভিযান পরিচালনা  করে চুরি যাওয়া মালামালসহ তাদের আটক করেছে।রবিবার (২২জানুয়ারি) আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত