রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
রাঙ্গাবালীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ-মামলা
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩, ২:৩২ PM

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ওড়না দিয়ে হাত-মুখ বেঁধে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে  রাঙ্গাবালী থানায় ওই শিশুর বাবা বাদী হয়ে একটি মামলা করেন।

এর আগের দিন শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে  উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামে এই ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।  এই ঘটনায় দায়ের করা মামলায় ওই গ্রামের মৎস্য ব্যবসায়ী  হারুন দফাদার (৪৫) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়।

মামলার এজাহারের বিবরণ ও শিশুর পরিবারের ভাষ্য অনুযায়ী, শনিবার বিকেল সাড়ে ৪ টায় পরিবারের লোকজন কৃষি কাজে ফসলি মাঠে ব্যস্ত থাকার সুযোগে ওই শিশুর বাড়িতে যান আসামি। বসতঘরের রান্নাঘরে শিশুটিকে একা পেয়ে মুখ চেপে ধরে গায়ের ওড়না দিয়ে হাত-মুখ বাধে। একপর্যায়ে  ধর্ষণের চেষ্টা চালায় । এরমধ্যে শিশুর মা বাড়িতে আসলে  আসামি পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে যাওয়ার আগে  এই  কথা কাউকে বললে শিশুটিকে খুন করারও হুমকি দেন আসামি। 

জানা গেছে, ধর্ষণ চেষ্টার শিকার ওই শিশু পঞ্চম শ্রেনীতে পরীক্ষা দিয়ে এখন হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছে।  

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি। 

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত