শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
ভূঞাপুরে বালুর স্তুপের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু, আহত ২
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩, ২:৫১ PM

টাঙ্গাইলের ভূঞাপুরে বালুর ঘাটে কাজ করার সময় বালুর স্তুপের নিচে পড়ে রাশেদুল ইসলাম (২৫) নামে এক ভেকুর (মাটি কাটার যন্ত্র) হেলপারের মৃত্যু হয়েছে। এসময় আরো দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রাশেদুল ইসলাম উপজেলার পলশিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

শনিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া এলাকার (ভাবীর ঘাট) হাশেম প্রামানিকের বালুর ঘাট পয়ন্টে এই দূর্ঘটনা ঘটে।

নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ বলেন, বালুর স্তুপ ছিল অনেক উচু। এতে তিন চারজন সেই বালুর স্তুপে উঠে সেখানে থাকা পাইপ খুলতে গিয়েছিল। পরে বালুর স্তুপ ভেঙে তাদের উপর পড়ে গেলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এতে আহত হয়েছে আরো দুইজন।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, বালুর স্তুপের নিচে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এতে আরো দুইজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত