আসনের সংসদ সদস্য এবং সরকারী হিসাব সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ডা. রুস্তম আলী ফরাজী সোমবার দুপুরে পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী স্কুল এন্ড কলেজে নতুন একাডেমিক ভবন ও রিভার্স অসমোসিস প্লান্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
মিরুখালী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আলমগীর হোসেন খান। বক্তব্য রাখেন, মিরুখালী ইউপি চেয়ারম্যান আবু হানিফ খান, ডা. রুস্তম ফরাজী কলেজের সহকারী অধ্যাপক মো. মোতালেব হোসেন, মিরুখালী স্কুল এন্ড কলেজের শিক্ষক একেএম শাকিল আহমেদ, মিরুখালী ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. লাভলু তালুকদার, দাউদখালী ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. শহীদ সরদার ও শিক্ষার্থী সৌমিত দাস অর্ঘ্য প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মিরুখালী স্কুল এন্ড কলেজের আইসিটি শিক্ষক মো. পারভেজ তালুকদার। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
-বাবু/এ.এস