রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
ডোমারে বীর মুক্তিযোদ্ধার জমি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রতন কুমার রায়,ডোমার (নীলফামারী)
প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৩:৫৭ PM

নীলফামারীর ডোমার উপজেলায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা কবলা খরিদা জমি জবর দখল ও চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।

সোমবার (২৩ জানুয়ারী) দুপুরে পৌরসভার ছোট রাউতা গ্রামে নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে তার স্ত্রী, কন্যা ও জামাতা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, নিজ নামীয় কবলা খরিদা ৫১ শতক জমির কিছু অংশে পুকুর ও শহস্রাধিক লোকের যাতাযাতের জন্য রাস্তা রয়েছে। উক্ত জমি জবর দখলের  নিমিত্বে চলাচলের রাস্তা বন্ধ ও চাষাবাদের বাধাঁ সৃষ্টি করেছে তার আপন ছোট ভাই জিয়াবুল ইসলাম(৬২) এবং জিয়াবুল ইসলামের দুই ছেলে রিফাত হাচান সৌরভ(৩৩), সৈকত ইসলাম(২৯)।

তিনি আরো জানান, উল্লেখিত জমিতে চাষাবাদের জন্য বাধা দেওয়া হয়েছে। নিজের কোন পুত্র সন্তান না থাকায় নিজে ও মেয়ে, জামাতাদের বিভিন্ন গালাগাল, হুমকি দেওয়া হচ্ছে। উক্ত বিষয়ে ডোমার থানায় দুটি সাধারন ডায়েরী করা হয়। সর্বশেষ চলতি মাসের ২১ তারিখে আমার পরিবারের লোকজন জমিতে গেলে তারা বিভিন্ন হুমকি প্রদান করেন। যে কোন সময়ে আমার কিংবা মেয়ে ও জামাদের বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে মর্মে আশংকা প্রকাশ করছি। এ বিষয়ে প্রতিকারে পাওয়ার আশায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগীতা কামনা করেন তিনি।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত