মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
নেত্রকোণায় সড়কের পাশে ঝুঁকিপূর্ণ শতাধিক গাছ
চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনসহ সাধারণ মানুষদের
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৪:১৯ PM

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং বাজার থেকে রোয়াইলবাড়ি পাকা সড়ক। সড়ক-সংলগ্ন বিশাল এক পুকুরের কারণে ভেঙে পড়ছে সড়কের পাশে থাকা লাখ লাখ টাকা মূল্যের ২৬ বছর বয়সী বিভিন্ন প্রজাতির শতাধিক সরকারি গাছ। শুধু গাছই নয়, ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কটিও। এ অবস্থায় ওই সড়কে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনসহ সাধারণ মানুষদের।


স্থানীয়রা দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ এসব গাছ কর্তন ও সড়কের ভাঙা অংশ মেরামতের দাবি জানিয়ে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছেন না বলে তাদের অভিযোগ।


স্থানীয় চিরাং ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে ‘গণ সাহায্য সংস্থা’ নামের একটি সংগঠন বনায়নের লক্ষ্যে সড়কের দুই পাশে মেহগনি, আকাশি, রেইনট্রি, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির শত শত গাছ রোপন করে। এসব গাছ রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় একজনকে নিয়োগও করেছিল সংস্থাটি। কিন্তু বর্তমানে এলাকায় সংস্থাটির কোনো কর্মকাণ্ড চলমান নেই। তাই গাছগুলোর পরিচর্যার জন্য নিয়োগকৃত ওই ব্যক্তিও গত ৫-৬ বছর থেকে এসব গাছের আর কোনো খোঁজখবর নিচ্ছেন না।


স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক বছর আগে চিরাং বাজার থেকে চংনোয়াগাঁও পর্যন্ত সড়ক-সংলগ্ন ২৮ একর জমিতে পুকুর দিয়ে মাছ চাষ করে আসছেন স্থানীয় চিথোলিয়া সমাজকল্যাণ উন্নয়ন সমিতি। সড়কের পাশে ফিশারি পুকুর করার কারণেই মূলত গত বর্ষা মৌসুমে সড়কটির একপাশের মাটি সরে যায়। এতে ভাঙনের কবলে পড়ে সড়কসহ সড়কের পাশে থাকা শত শত গাছ।


সরেজমিনে দেখা গেছে, বিশাল ফিশারি পুকুরটির জন্য একপাশের মাটি সরে গিয়ে সড়কটি ভেঙে সরু হয়ে গেছে। ভাঙনকবলিত অংশে থাকা শতাধিক গাছের গোড়া থেকে মাটি সরে যাওয়ায় গাছগুলো মরে শুকিয়ে যাচ্ছে এবং ভেঙে ভেঙে পুকুরে পড়ছে।


স্থানীয় চংনোয়াগাঁও গ্রামের বাসিন্দা রাশিদ মিয়া বলেন, রাস্তাটির অবস্থা খুবই ভয়াবহ হয়ে গেছে। ভাঙা রাস্তা এবং রাস্তার পাশে থাকা ঝুঁকিপূর্ণ শত শত গাছ আমাদের জন্য আতঙ্কের। এ রাস্তা দিয়ে প্রতিদিনই ছোট-বড় যানবাহন ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শত শত মানুষ যাতায়াত করেন। কিন্তু ভাঙা রাস্তা ও গাছের কারণে কখন যে দুর্ঘটনা ঘটে বলা যায় না। তাই গাছগুলো কাটা ও ভাঙা সড়কটি মেরামতের জোর দাবি জানান তিনি।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল বলেন, বিষয়টি ইতোমধ্যে উপজেলা পরিষদের সমন্বয় সভায় আলোচনা করে রেজুলেশন করা হয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এ বিষয়ে দ্রুতই বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 


বাবু/জেএম 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত