মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
নবীনগরে মাদ্রাসায় শিক্ষক মিলনায়তন উদ্বোধন
মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৪:৩৪ PM
 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক সৌদি প্রবাসী মোহাম্মদ শেখ সাদীর অর্থায়নে ৬ লক্ষ টাকা ব‍্যয়ে সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসার নব-সজ্জিত শিক্ষক মিলনায়তন উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহাম্মদ উল্লাহ।

সোমবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে  অধ‍্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মোছা। আরো বক্তব্য রাখেন, মাদ্রাসার গভর্নিং বডির সহ- সভাপতি মাজহারুল হক খোকন, উপাধ্যক্ষ শেখ মোঃ আবুল খায়ের, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল, সমাজসেবক শহিদুল ইসলাম সবুজ, মাওলানা আবুল হোসেন প্রমুখ।
মিলাদ পাঠ করেন মাওলানা আইয়ুবুর রহমান ও দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। 

এ সময় মাদ্রাসার গভর্নিং বডির সদস‍্যবৃন্দ, এলাকার গণ্যমান‍্য ব‍্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত