মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
লক্ষ্মীপুরে যুবকের রহস্যজনক মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৪:৫৫ PM

লক্ষ্মীপুরে নাহিদ হোসেন আরমান (১৭) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ জানুয়ারি) রাত ১টার দিকে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের পশ্চিম মান্দারী গ্রাম থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।


সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


নাহিদ হোসেন আরমান মান্দারী ফাতেমা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।


নিহত আরমানের বাবা বেল্লাল হোসেন শিপনের দাবি, তার ভাই বাচ্চু মিয়ার সঙ্গে জমি নিয়ে তার বিরোধ চলছে। রোববার রাতে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে এ ঘটনায় বিচার দিতে যান। সেখান থেকে ফিরে ঘরের ভেতর আরমানের ঝুলন্ত মরদেহ দেখতে পান। ঘটনাটি আত্মহত্যা নয়, এর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।


স্থানীয়রা জানান, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। বেল্লাল হোসেন শিপন ও তার স্ত্রী মান্দারী বাজারে ছিলেন। রাতে বাজার থেকে ফিরে তারা ঘরে আরমানের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।


চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বাবু/জেএম


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত