মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. কামরুল ইসলাম, নবীনগর
প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৪:৫৬ PM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আনুমানিক ৫ বছরের মোঃ সাইমন নামের ওই শিশুটি আগের দিন থেকে নিখোঁজ ছিলো। নিখোঁজের পরদিন ভোরে বাড়ির পাশের পুকুরে মিললো তার মরদেহ।

জানা গেছে, উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামের সেন্টু চৌধুরী ছেলে ও স্ত্রীকে নিয়ে জিনদপুরে শুভা মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানায়, রোববার বিকেলে সাইমন খেলতে গিয়ে আর ফিরে আসেনি। সাইমনের পরিবারের লোকজন অনেক খোঁজে ও বিভিন্ন যায়গায় মাইকিং করে তার কোন হদিস মেলাতে পারেনি।

এই ঘটনার পরদিন বাড়ির পাশের পুকুরে সাইমনের জুতা ভাসতে দেখে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজার পর তার মরদেহ উদ্ধার করে। 

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাইমনের মা বারবার বিলাপ করে মুর্ছা যাচ্ছে। সাইমনের মা কান্নাজড়িত কন্ঠে বলেন, বিয়ের ১৪ বছর পর তাদের ঘর আলো করে সাইমন এসেছিলো, আজ আবার আমার ঘর অন্ধকার হয়ে গেছে। 

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত