রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
বেনাপোলে পুলিশের অভিযানে ১০ পিস সোনার বার উদ্ধার
রবিউল ইসলাম বেনাপোল (যশোর)
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ১২:৫৭ PM

বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর সীমান্ত থেকে ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশের সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার ২৩ই জানুয়ারি দিবাগত রাত ১১ টা ৫০ মিনিটে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামস্থ সাদিপুর রোডের ব্রিজের সামনে পাকা রাস্তা থেকে এ স্বর্ণের চালান উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাভারণ সার্কেল এএসপি নিশাত আল নাহিয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাদীপুর সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সাদীপুরে অভিযান পরিচালনা করা হয়। এসময় স্বর্ণ চোরাচালান কারি পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বর্ণের চালানটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে রাত্র কালীন ডিউটিরত জরুরী অফিসার এসআই অমিত ও তার সঙ্গীয় ফোর্সরা এই স্বর্ণের চালানটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি প্যাকেট উদ্ধার পূর্বক জব্দ করে ১০ টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন আনুমানিক ১.১৬২ গ্রাম এবং মূল্য অনুমানিক ১ কোটি ১৫ লক্ষ টাকা। তিনি আরো জানান, এ সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত