ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকা কদমতলী, বিষ্ণপুর, হীরাপুর এবং নলগরিয়া নামক স্থান হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় বিভিন্ন প্রকার কাপড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও মালামাল মধ্যে রয়েছে ৬২৫ বোতল ইস্কফ, ০৬ কেজি গাঁজা, ১২৬ মিটার ভারতীয় বিভিন্ন প্রকার কাপড়।
উদ্ধারকৃত মাদ্রকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা এবং ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও অন্যান্য চোরাচালানী মালামাল ব্রাহ্মণবাড়িয়া কাষ্টমস্ অফিসে জমা করা হয়েছে বলে বিজিবির ২৫ ব্যাটালিয়নর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ, (পিএসসি) জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরবিচ্ছিন্ন টহল তৎপরতায় সজাগ থাকবে তারা। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
-বাবু/এ.এস