রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
সরিষা খেত থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৫:৫৭ PM
ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নের রহমতউল্যাহ মাতুব্বরের কান্দি গ্রাম থেকে শাহজাহান বেপারী (৪০) নামের ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বাড়ী মাদারীপুর জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মিয়াজান বেপারীকান্দি গ্রামে। তার পিতার নাম আমিন বেপারী।

সদরপুর থানা পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ গিয়ে চরমানাইর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের পাড়ের রহমতউল্যাহ মাতুব্বরের কান্দি গ্রামের জনৈক লতিফ খানের সরিষা খেত থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাই করতে গিয়ে দুবৃর্ত্তরা তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ইজিবাইক নিয়ে বাড়ী থেকে বের হন শাহজাহান বেপারী। এরপর সে রাতে বাড়ী ফিরেনি। বারবার তার মোবাইল ফোনে কল দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করে কোথাও শাহজাহানের হদিস পায়নি। বুধবার ভোরে শাহজাহানের মোবাইল থেকে স্বজনদের কাছে ফোন আসে, ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, তিনি ফজরের নামাজ পড়তে এসে ফোনটি রাস্তায় কুড়িয়ে পেয়েচেন। দুপুরে সদরপুরে লাশ পাওয়া গেছে এমন তথ্যের ভিক্তিতে তারা থানায় যোগাযোগ করে শাহজাহানের লাশটি সনাক্ত করে।  

সদরপুর থানার সেকেন্ড অফিসার কৃষ্ণ কুমার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুবৃর্ত্তরা নিহতের ইজিবাইক ছিনিয়ে নিতেই তাকে হত্যা করে ফেলে রেখে যায়। খোয়া যাওয়া ইজিবাইকটি গোপালগঞ্জের মুকসেদপুরে পাওয়া গেলেও ব্যাটারী গুলো পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত