নীলফামারীর ডোমারে মাদক সেবনের দায়ে রাব্বী ইসলাম (১৯) নামে এক মাদকসেবীকে এক মাসের জেল ও একশত টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রাব্বী ডোমার পৌরসভার ১নং ওয়ার্ড মাদ্রাসা পাড়ার নিয়াজ আলীর ছেলে।
বুধবার (২৫ জানুয়ারি) সকালে ডোমার পৌরসভার মাদ্রাসা মোড় এলাকায় মাদকসেবী রাব্বী নিজ বাড়ীতে নেশাগ্রস্ত অবস্থায় মা, বাবাকে মারধরসহ, প্রতিবেশীর বাড়ী ভাঙচুর করতে থাকে। এসময় প্রতিবেশীরা জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন দিলে ডোমার থানার এসআই শাকিল আহমেদ ঘটনাস্থানে পৌছে নেশাগ্রস্ত অবস্থায় রাব্বীকে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রিট জান্নাতুল ফেরদৌস হ্যাপি ঘটনাস্থানে পৌছে দুপুর সাড়ে ১২টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মাদক সেবনের দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় ডোমার থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন।
ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী মাদকসেবী রাব্বীকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের জেল ও ১শত টাকা জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাবু/জেএম