সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
বৃহত্তর ময়মনসিংহ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ১২:১১ AM
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন ধারাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে। নিবেদিত প্রতিষ্ঠান বৃহত্তর  ময়মনসিংহ সমন্বয় পরিষদ আয়োজিত বৃহত্তর  ময়মনসিংহ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও ত্রিবার্ষিক সম্মেলন  ২১ জানুয়ারি ২০২৩ তারিখে ঢাকাস্থ বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন মাননীয় বস্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি এবং দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন  মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার  ও বিশেষ অতিথি ছিলেন মাননীয় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

বৃহত্তর ময়মনসিংহের ছয়টি জেলা হতে আগত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ক্রেস্ট ও গিফট প্রদানের  পর দ্বিতীয় পর্বে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনবদ্য অবদানের জন‍্য ইমিরেটাস প্রফেসর ডা. এবিএম আবদুল্লাহ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম বিভাগের সচিব রিয়ার এডমিরাল মো. খুরশেদ আলমকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের ত্রিবার্ষিক সম্মেলনে  সর্বজনাব মো. আবুল কালাম আজাদ চেয়ারম্যান, অধ্যাপক ডা. কামরুল হাসান খান নির্বাহী  চেয়ারম্যান, ড. খোন্দকার শওকত  হোসেন  সিনিয়র  ভাইস চেয়ারম্যান, ম হামিদ,  আব্দুস সামাদ ফারুক,  ড. মো.  জাফরউদ্দীন ড. আহমেদ মনিরুস সালেহীন, মো. কামরুল হাসান এনডিসি, প্রকৌশলী তাফাজ্জল হোসেন, প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সী, ড. এমদাদুল হক, মসয়ুদ মান্নান, গ্রুপ ক‍্যাপ্টেন  শফিকুল ইসলাম  ও ড. সিরাজুল ইসলাম- ভাইস চেয়ারম্যান এবং মো. ফসিউল্লাহ( ময়মনসিংহ), মো. আজাহারুল ইসলাম খান ( কেন্দ্রীয়), জাকির হোসেন(টাঙ্গাইল), আবুবকর সিদ্দিক (কিশোরগঞ্জ), রতন চন্দ্র পন্ডিত (নেত্রকোনা),শাহ মো. আবু রায়হান আল বেরুণী (শেরপুর), প্রকৌশলী মো: শামছুদ্দোহা ( জামালপুর)-নির্বাহী সভাপতি  এবং প্রকৌশলী  রাশেদুল হাসান শেলী মহাসচিব নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার রিয়ার অ্যাডমিরাল খোরশেদ আলম উপরোল্লেখিত কর্মকর্তাদের নাম সহ ১০ জন পরিচালক, ১২ জন যুগ্মমহাসচিব, ১০ জন নির্বাহী পরিচালক ও বিভিন্ন বিষয়ক দাপ্তরিক কর্মকর্তা সম্বলিত ২০২৩ -২৫ কার্যবর্ষের জন্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন ।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত