প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরকুল গ্রামে দুস্থ, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বরমী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
বৃহষ্পতিবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় বরকুল প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে গণসংযোগ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজীর সভাপতিত্বে এবং মানিক রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়। ৫’শ শীতার্ত, দুস্থ নারী পুরুষ উপস্থিত থেকে কম্বল গ্রহণ করেন।
উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ, শ্রীপুর পৌর যুবলীগের সাবেক সভাপতি কামরুল হাসান, কেন্দ্রীয় গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের তাঁতীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম ঢালী, গাজীপুর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সদস্য সচিব, নুরুজ্জামান শেখ, সহ-সভাপতি কাওসার শেখ কামাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব আলম লিটন, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেত আমিনুল ইসলাম, শ্রীপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমু, দপ্তর সম্পাদক সুরুজ আহমেদ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্ররীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বুলবুল, কাওরাইদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চাঁন মিয়া প্রমুখ।
বাবু/জেএম