মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ ৩ জন আটক
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৩:৪৪ PM

বরগুনার আমতলীতে গাঁজা ও ইয়াবা সহ ৩ মাদক কারবারিকে আটক করে আমতলী থানা পুলিশ।

উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের ন্যাশনাল ইটভাটার শ্রমিকদের থাকার ঘড় থেকে শনিবার রাতে  ৪শ’গ্রাম গাঁজা ও ১০পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে আমতলী থানা পুলিশ। আটক ৩ জনকে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মো. আবুল কালাম আজাদের নেতেৃত্বে একদল পুলিশ গুলিশাখালী গ্রামে অবস্থিত ন্যাশনাল ইট ভাটায়  শনিবার রাত সাড়ে ১০টার সময় অভিযান চালিয়ে ৪শ’গ্রাম গাঁজা ও ১০পিস ইয়াবাসহ ভাটার শ্রমিক শহীদুল হাওলাদার, হাবুল মিয়া ও আলমগীর নামে ৩জনকে আটক করে। তারা সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। আটক শহীদুল হাওলাদার গোছখালী গ্রামের ছত্তার হাওলাদারের ছেলে। অন্য দুই জন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা ইটভাটায় শ্রমিকের কাজ করত।

আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, মাদক কারবারি ৩ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। রবিবার সকালে তাদের আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত