মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুদ্দুস গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৫:২৮ PM
নিহতের পরিচয় শনাক্ত যেন না করা যায় সেজন্য হত্যার পর মানিকগঞ্জে দেহ এবং টাঙ্গাইলে মাথা ফেলে রাখে আসামিরা। ২০০৬ সালে এমন লোমহর্ষক হত্যাকান্ডের যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করে পালিয়ে ছিল ১৭ বছর। এরপরও হয় হয়নি শেষ রক্ষা। আব্দুল কুদ্দুস (৪১) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

রোববার দুপুরে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় র‌্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১৪’র অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান। এর আগে শনিবার সন্ধ্যায় গাজীপুর জেলার বহেরার চালা এলাকা থেকে কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-১৪’র অধিনায়ক বলেন, ২০০৬ সালের মে মাসে মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার বেতুলিয়া গ্রামের শহিদুল ইসলামকে (৩৪) হত্যা করে মানিকগঞ্জের সাটুরিয়ায় দেহ এবং টাঙ্গাইলের নাগরপুরে খন্ডিত মস্তক ফেলে পালিয়ে যায় আসামিরা। এ ঘটনায় ওই বছরের ৩১ মে মানিকগঞ্জের সাটুরিয়া থানার এসআই আব্দুল জলিল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা সাত জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

মামলার পর থেকে আসামি পলাতক ছিলেন। এই মামলায় ২০২১ সালের ডিসেম্বরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামি আব্দুল কুদ্দুসকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মহিবুল ইসলাম খান বলেন, এরপর থেকে আসামি আব্দুল কুদ্দুস পলিয়ে ছিলেন। পালিয়ে থাকা অবস্থায় নিজের মামাত ভাই’র নাম, তার বাবার নাম ও ঠিকানা ব্যবহার করে নিজের আইডি কার্ড তৈরি করে গাজীপুর জেলার শ্রীপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত