মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ধর্মপুরে বন বিভাগের উদ্যোগে চেক বিতরণ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৬:৫১ PM
নোয়াখালী সদরে ধর্মপুর ইউনিয়নে রবিবার দুপুরে সামাজিক বনায়নে উপকার ভোগীদের মাঝে গাছ বিক্রির চেক বিতরণ করা হয়েছে। বনায়ন এর গাছ বিক্রয়লব্ধ অর্থ লভ্যাংশ বিতরনের চেক চুক্তিনামা অনুযায়ী ৪০ জন উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়। 

এতে করে প্রতিজন উপকারভোগী ৩২ হাজার ৪৬২ টাকার লভ্যাংশ চেক গ্রহন করেন। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভাগিয় উপকূলীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়ার সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

এছাড়া সদর উপজেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মহি উদ্দিনসহ জেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৯৯-২০০০ সনে ধর্মপুরের উত্তর ওয়াফদার থেকে আব্দুল হালিম জামে মসজিদ পর্যন্ত ৪ কিলোমিটার সড়কে সামাজিক বনায়ন করা হয়। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত