মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ফকিরহাটে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৬:৫৭ PM
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কুমারখালী গ্রামের একটি মাছের ঘের থেকে, নিখোঁজের এক সপ্তাহ পর অনিক অধিকারী (১৮) নামে শহীদ স্মৃতি কলেজের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে স্থানীয় পতিত পবন অধিকারীর মাঘের ঘেরে লাশটি ভাসতে দেখার পর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কলেজ শিক্ষার্থীর মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ বেড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরির্দশক এস এম আশরাফুল আলম জানান, ফকিরহাট উপজেলার কুমারখালী গ্রামের আকুল অধিকারীরর ছেলে শহীদ স্মৃতি কলেজের শিক্ষার্থীর অনিক অধিকারী লেখাপড়ার পাশাপাশি স্থানীয় একটি মাছের আড়তে কাজ করতেন। গত ২২ জানুয়ারি সন্ধ্যায় ওই মাছের আড়ৎ থেকে নিখোঁজ হয় অনিক অধিকারী। এরপর থেকে সে নিখোঁজ ছিল।
 
রোববার দুপুরে স্থানীয়রা ওই শিক্ষার্থীর লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরাতহাল রির্পোট তৈরী করে মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ বেড হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ এঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করেছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পরই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাগেরহাট   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত