শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
ব্রিটেন হামলা করতে এক মিনিট লাগবে পুতিন: বরিস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৮:১৬ AM আপডেট: ৩০.০১.২০২৩ ১০:০৪ AM
ব্রিটেনে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে (২ ফেব্রুয়ারি) তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে এক টেলিফোন কলে এই হুমকি দেন পুতিন। বিবিসির এক প্রামাণ্যচিত্রে বরিস এই মন্তব্য করেন।

বরিস জনসন বলেন, পুতিন তাকে হুমকি দিয়ে বলেছিলেন, ব্রিটেন হামলা করতে রুশ ক্ষেপণাস্ত্রের মাত্র এক মিনিট লাগবে। তবে বিষয়টি নিয়ে জনসন আর কথা বাড়াননি। তবে তিনি সতর্ক ছিলেন এবং পুতিনের হুমকিকে হালকাভাবে নেননি বলেও দাবি করেন। জবাবে বরিস পুতিনকে ইউক্রেনে আক্রমণের বিষয়ে সতর্ক করে বলেন, হামলা হলে তা আক্ষরিক অর্থেই বিপর্যয় ডেকে আনবে।


বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বরিস জনসন বলেন, ‘তিনি (পুতিন) আমাকে আলোচনার এক পর্যায়ে বলেন, “বরিস, আমি আপনাকে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করতে চাই না। এটি করতে আমার মাত্র এক মিনিট বা তারচেয়ে অল্প কিছু সময় বেশি লাগবে”।

সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তার (পুতিন) এমন মন্তব্যের পর আমার মনে হলো, তিনি যে ঠাণ্ডা সুরে কথা বলছেন তাতে স্পষ্ট যে, তিনি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন এবং তিনি স্রেফ যুদ্ধ এড়াতে তার সঙ্গে আমার তরফ থেকে আলোচনা করার মনোভাব নিয়ে খেলছিলেন।’  

জনসন জানান, তিনি রুশ প্রেসিডেন্টকে আশ্বস্ত করার জন্য নিশ্চয়তা দিয়ে বলেছিলেন যে, অদূর ভবিষ্যতে ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে এমন কোনো সম্ভাবনা নেই। এসময় তিনি পুতিনকে সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনে হামলা হলে তা রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ডেকে আনবে এবং সেক্ষেত্রে রুশ সীমান্তে ন্যাটো সেনা সমাবেশ করবে। 

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  যুদ্ব   বরিস   পুতিন   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত