শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
নাটকীয়তা ভেঙে হকি বিশ্বকাপ জার্মানির ঘরে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৮:০৬ AM আপডেট: ৩০.০১.২০২৩ ১০:০৩ AM
মূল খেলায় সমতা ফেরার পরে খেলা যখন পেনাল্টি শুট আউটে গড়ায়, সেখানেও জমে ওঠে নাটকীয়তা। আর সেই নাটকীয়তা ভেঙে জয়ের হাসি হেসে শিরোপা নিয়ে ঘরে ফিরে জার্মানি। বিশ্বকাপ হকিতে বেলজিয়ামকে হারিয়ে এ জয়ের গৌরব অর্জন করেছে দেশটি।

রোববার (২৯ জানুয়ারি) ভারতের ভুবনেশ্বরে হকি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় বেলজিয়াম ও জার্মানি। নির্ধারিত সময়ে ৩-৩ গোলের সমতা থাকায় খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানেও শেষ কিকের আগে সমতা বিরাজ করে। তবে শেষ পর্যন্ত ৫-৪ গোলে জয় পায় জার্মানি। এটি জার্মানির তৃতীয় শিরোপা জয়। এর আগে ২০০২ ও ২০০৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দেশটি।

খেলার প্রথম ১০ মিনিটে ফন ফ্লোরেন্ত ও ট্যানগুই কসিনস গোলে ২-০ গোলের লিড পায় বেলজিয়াম। প্রথম হাফ শেষে জার্মানির নিকলেস ওয়েলেনের গোলে ১-২ ব্যবধান আসে খেলায়। তৃতীয় কোয়ার্টারের ১২তম মিনিটে জার্মানির পিয়ালাত গনজালোর গোলে ২-২ সমতা ফেরে ম্যাচটি। এরপরও দারুণ খেলতে থাকে দলটি।

খেলার ৪৮ মিনিটে ম্যাটস গ্রামবুশের গোলে ঠিকই এগিয়ে যায় জার্মানি। স্কোরলাইন তখন দাঁড়ায় ৩-২। তবে ৫৯ মিনিটে বেলজিয়ামের খেলোয়াড় টম বুন খেলায় সমতা ফেরান। তাতে খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানে ট্যানগুই কসিনসের শেষ শটটি মিস হলে পেনাল্টি শুটে ৫-৪ গোলে জয় পায় জার্মানি।

২০২১ সালে টোকিও অলিম্পিকে সোনা জিতেছিল বেলজিয়াম। আর ২০১৮ সালে তারা ভারতের এ ভুবনেশ্বরেই জিতেছিল প্রথম বিশ্বকাপ। কিন্তু এবার ভাগ্য তাদের সহায় হলো না। এবারের হকি বিশ্বকাপ শুরু হয়েছিল গত ১৩ জানুয়ারি থেকে। যেখানে বিশ্বের মোট ১৬টি দেশ অংশগ্রহণ করে। হকি বিশ্বকাপের এবারের আসরে তৃতীয় হয়েছে নেদারল্যান্ডস। স্বাগতিক ভারত ও আর্জেন্টিনা যৌথভাবে নবম হয়েছে।

বাবু/এ আর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  হকি   জার্মানি   বেলজিয়াম   খেলা   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত