বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা, মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমরেড আজহারুল ইসলাম আরজু চলে গেলেন না ফেরার দেশে।
রোববার (২৯ জানুয়ারি) দিবাগত রাত একটায় তার মানিকগঞ্জ জেলা শহরের রিজার্ভ ট্যাংকের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
তিনি কিডনি, ডায়াবেটিস, রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ধলেশ্বরী বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক ও মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ১৯৫৩ সালের ৪ মার্চ জন্মগ্রহণ করেন। মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি দেবেন্দ্র কলেজ থেকে এইচএসসি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীততে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এরপর তিনি ভারতে প্রশিক্ষণ গ্রহণের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি মানিকগঞ্জের খাবাশপুর আদর্শ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। সেখান থেকে অবসর গ্রহণের পর তিনি আইন পেশায় যোগদান করেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোকবার্তায় তারা লিখেছেন, আজহারুল ইসলাম আরজু আজীবন ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। তার মৃত্যুতে মানিকগঞ্জবাসী একজন অভিভাববকে হারালো।
-বাবু/এ.এস