শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
ক্ষতিকর রং মেশানোর দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৫:৫১ PM
মেয়াদোত্তীর্ণ এবং ক্ষতিকর রং মেশানো শিশু খাদ্য বিক্রি করার অপরাধে আলমডাঙ্গার দুটি ব্যবসা প্রতিষ্ঠান ১০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান দুটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চুয়াডাঙ্গার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করে। 

দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হলো, আলমডাঙ্গা শহরের চারতলা মোড়ের মেসার্স মোল্লা স্টোর ও মেসার্স জহির স্টোর। চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, মেয়াদোত্তীর্ণ, মূল্যবিহীন এবং রং মেশানো ছাড়াও এই দুটি প্রতিষ্ঠান নিম্নমানের ও নকল পন্য বিক্রি করছিলো। মেসার্স মোল্লা স্টোরের মালিক জামিরুল ইসলাম এবং মেসার্স জহির স্টোরের মালিক জহুরুল ইসলামকে আগে একবার সতর্ক করা হয়েছিল। 

সোমবার দুপুরে এই দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অন্তত ৮-১০ বস্তা নিম্নমানের নকল ও মেয়াদোত্তীর্ণ এবং মূল্যবিহীন শিশুখাদ্য পাওয়া যায়। সেসব পন্য জনসন্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে মেসার্স মোল্লা স্টোরের মালিক জামিরুল ইসলামকে ২০ হাজার টাকা এবং মেসার্স জহির স্টোরের মালিক জহুরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমনা করা হয়েছে। ওই দুটি প্রতিষ্ঠান ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জরিমানা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত