বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
আমার মাইয়াডায় কম্বলের গরমে ‘আরামে ঘুমাইবে’
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৫:৫৭ PM
এই শীতে আমার মাইয়াডা মেলা কষ্ট করছিল। আইজগো আমার মাইয়াডায় কম্বলের গরমে আরামে ঘুমাইবে। আল্লার কাছে দোয়া করি যারা কম্বল দিছে হেরা সুস্থ থাহুক। আল্লায় হেগো ভালো করুক।’ হাতে কম্বল পেয়ে কথাগুলো বলছিলেন বোয়ালিয়া স্লুইসঘাটের মান্তা সম্প্রদায়ের শুক্কুর আলী (৫০)।

শনিবার (২৮ জানুয়ারি) রাতে গলাচিপা ইউনিয়নের বোয়ালিয়া স্লুইসঘাট এলাকায় কালের কণ্ঠ শুভসংঘ গলাচিপা শাখার উদ্যোগে এবং অফিসার্স ক্লাবের সহযোগিতায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

একই জায়গার মধ্যবয়সী আরেক নারী সূর্যভানু বলেন, ‘নদীতে শীতে অনেক কষ্ট করতাম। য্যারা কোম্বল দিছে আল্লায় হ্যাগো বাঁচাইয়া রাহুক। আইজ আমার পোলাপান লইয়া আরামে ঘুমামু।’ কালের কণ্ঠ শুভসংঘ গলাচিপা শাখা মান্তা সম্প্রদায়ের ২০টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। 

 শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে এভাবেই মানুষ তাদের অনুভূতি প্রকাশ করেছে। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল, শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা সাইমুন রহমান, সভাপতি হাসনাইন আহমেদ, সহসভাপতি রেদওয়ান তালাল, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, সমাজকর্মী লিয়াকত হোসেন, যুবলীগকর্মী সোহাগ মোল্লা, মশিউর তালুকদার, গলাচিপা ইউনিয়ন শাখার ছাত্রলীগের সভাপতি পঙ্কজ রায়, ছাত্রলীগ কর্মী সুমন মাহমাদ প্রমুখ।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত