বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
সাভারে গণমুক্তি পত্রিকার ৫০ বছর উপলক্ষে কম্বল বিতরণ
আতিকুল ইসলাম, সাভার
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৬:১১ PM
সাভারে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে দৈনিক গণমুক্তি পত্রিকার ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় র‍্যালি'র মধ‍্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। র‍্যালি শেষে সাভার উপজেলা সন্মেলন কক্ষে দৈনিক গণমুক্তি'র সাভার করসপেন্ডেন্ট মো. দিদারুল ইসলাম এর সসভাপতিত্বে এক শতাধিক মানুষকে কম্বল বিতরণ , আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

পরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে  রান্না করা খাবার ও  শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের  চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব।

এ সময় প্রধান অতিথির বক্তব্য বলে সাংবাদিকরা হলো জাতির আয়না তারা সবসময় সত্য ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে কিন্তু একজন মানুষের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার আগে তা অবশ্যই যাচাই বাছাই করে সংবাদটি প্রকাশ করার, এই প্রত্যাশা রইল সাংবাদিকদের ভাইদের কাছে। পরে তিনি পত্রিকাটির ৫০ বছর উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং পত্রিকাটির  সাফল্য কামনা করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের ক্রাইম রিপোর্টার ডাক্তার সাজিদ হাসান রানা, বাংলা টিভি সাংবাদিক আলমগীর হোসেন নীরব, এশিয়ান টিভির সাভার করেসপন্ডেন্ট, হাফেজ মো. ওমর ফারুক, দৈনিক আজকের সংবাদ এর সভার প্রতিনিধি আপেল মাহমুদ, দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক স্বপন হাসান, আনন্দ টিভি সাংবাদিক খলিলুর রহমান, দৈনিক বুলেটিন সাংবাদিক আতিকুল ইসলাম, সাংবাদিক আলতাফ হোসেন ওমি, সাংবাদিক তানজিম আহমেদ তানজিম, এশিয়ান টেলিভিশনের আশুলিয়ার সাংবাদিক নাসিম খাঁন, সাংবাদিক হালিমা আক্তুর সাদিয়া, সাংবাদিক জয় মাহমুদ, আমিনবাজার ইউনিয়ন যুবলীগের নেতা মঞ্জু ইসলাম, সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজু আহমেদ, সহ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত