বিপিএল খেলতে আসছেন ক্যারিবিয়ান তারকারা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৬:০৩ PM
 নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চলছে সিলেট পর্ব। এই পর্ব শেষেই বিপিএল ছাড়বেন পাকিস্তানি ক্রিকেটাররা। কারণ ১৩ ফেব্রুয়ারি থেকে তাদের ঘরোয়া লিগ পিএসএল মাঠে গড়াতে যাচ্ছে। পিসিবির নির্দেশে পাকিস্তানি ক্রিকেটারদের ঢাকা ছাড়ার কথা রয়েছে ২ ফেব্রুয়ারির মধ্যে।
তারকা ক্রিকেটাররা চলে যাওয়ার পর অবশ্য বসে থাকছে না বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। চেষ্টা চালিয়ে যাচ্ছে নতুন বিদেশি তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে। নতুন করে বিদেশি খেলোয়াড় দলে ভেড়ানোর তালিকায় আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের নাম।
জানা গেছে, ঢাকা পর্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিচ্ছেন সুনীল নারীন এবং আন্দ্রে রাসেল। এছাড়া কথাবার্তা চলছে মইন আলীর সঙ্গেও। সাকিব আল হাসানের দল ফরচুন বরিশালে নতুন করে কোনো বিদেশি ক্রিকেটার যুক্ত হচ্ছেন কিনা তা নিয়েও রয়েছে কৌতুহল। তবে আপাতত নতুন করে কোনো ক্রিকেটারকে দলে ভেড়াতে পারেনি বলে জানিয়েছে তারা।
গুঞ্জন চলছিল, কাইরন পোলার্ডকে দলে ভেড়াতে যাচ্ছে বরিশাল। তবে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন দলটির মালিক মিজানুর রহমান। এমনকি বরিশাল মালিক মিজানের শঙ্কা জেগেছে রহমানউল্লাহ গুরবাজ এবং নাভিন উল হককে পাওয়া নিয়েও।
সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগ টি-২০ তে খেলছেন এই দুই ক্রিকেটার। তাদের দল যদি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলে এই দুই ক্রিকেটারকেও পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে বরিশালের জন্য এমনটাই জানালেন মিজান। রংপুর রাইডার্স যুক্ত করেছে আফগানিস্তানের তারকা স্পিনার মুজিব উর রহমানকে। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ইতোমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছেন রায়ান বার্ল।
বাবু/এসআর
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com. কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
|