বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
নীলফামারী জেলা শ্রমিক লীগের সভাপতি হলেন মুজিবুদ্দৌলা জকি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৬:২২ PM
জাতীয় শ্রমিক লীগের নীলফামারী শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট শ্রমিক নেতা দেওয়ান মুজিবুদ্দৌলা জকি। জাতীয় শ্রমিক লীগের নীলফামারী জেলা শাখার ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট শ্রমিক নেতা ও নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা জকি, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছে মো. আবু তালেব।

গত সোমবার (১৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিবৃতিতে জানানো হয়, দেওয়ান মুজিবুদ্দৌলা জকিকে আহ্বায়ক এবং মো, আবু তালেবকে সদস্য সচিব করে জাতীয় শ্রমিক লীগের নীলফামারী জেলা শাখার ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটির আহ্বায়ক দেওয়ান মুজিবুদ্দৌলা জকি, যুগ্ন আহবায়ক ওয়াহিদুজ্জামান সিদ্দিকী (ওপেল), সদস্য সচিব মো. আবু তালেব, সদস্য বাবু দেবাশীষ কুমার ঘোষ, সদস্য নাজমুল হোসেন নজু, সদস্য মো. সিদ্দিক হোসেন ব্যাপারী, সদস্য বাবু হর্ষ বর্ধন রায়, সদস্য মো, হোসেন আলী, সদস্য মো, বেলাল হোসেন, সদস্য মোস্তাফিজুর রহমান রাজু, সদস্য মো, আফজাল হোসেন, সদস্য মো, সহিদুল ইসলাম, সদস্য রোস্তাম আলী আহম্মেদ সাইদ, সদস্য বংশী বদন চৌধুরী, সদস্য বাবু অনাথ বন্ধু অধিকারী, সদস্য সাইদ আলী, সদস্য এনামুল হক, সদস্য মো. গোলাম রাব্বানী, সদস্য রসিদুল ইসলাম মেম্বার, সদস্য মো. সাব্বির আলম, সদস্য শ্রী ললিত চন্দ্র রায়, সদস্য সন্তোষ কুমার রায়, সদস্য আউয়ুব আলী পটোয়ারী, সদস্য মহুবার রহমান, সদস্য মো. সাইদুল ইসলাম, সদস্য রাশেদুর রহমান সুমন, সদস্য সফিয়ার রহমান হুদু, সদস্য ওয়াদুদ রহমান, সদস্য মো. জাহাঙ্গীর আলম, সদস্য হিজবুল্লাহ রহমান ডালিম, সদস্য মো. আনোয়ার হোসেন, সদস্য মো. আব্দুল ওহাব বাবু, সদস্য শফিকুল ইসলাম লেবু, সদস্য শ্রী বিশ্বদেব চৌধুরী, সদস্য ফরহাদ হোসেন।

উল্লেখ্য, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম দেওয়ান আলমগীর মার্শাল ও বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার সভাপতি ও নীলফামারী পৌরসভার পরপর নির্বাচিত ৩৪ বছরের মেয়র দেওয়ান কামাল আহমেদের আপন ছোট ভাই দেওয়ান মুজিবুদ্দৌলা জকি।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত