বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
পদযাত্রার ইতি টানলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৬:২৬ PM
‘ভারত জোড়ো’ পদযাত্রার ইতি টানলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। চার হাজার কিলোমিটার পাড়ি দেওয়া এই যাত্রা শেষ হয়েছে কাশ্মীরে। পাঁচ মাসব্যাপী দীর্ঘ এই যাত্রা তামিলনাড়ুর কন্যাকুমারি থেকে শুরু হয়েছিল এবং শেষ হল কাশ্মীরের শ্রীনগরে।

রাহুলের এই পদযাত্রায় বিভিন্ন মহলের তারকা, কংগ্রেস সমর্থক ও সাধারণ মানুষ অংশ নিয়েছিলেন। তবে এই পদযাত্রা কতোটা সফল সে নিয়ে প্রশ্ন আছে নানা মহলে।
ঘৃণা ও বিভাজন বিরোধী বার্তা দিতেই এই যাত্রা শুরু করেছিলেন রাহুল। তার দাবি, বর্তমান শাসকগোষ্ঠী নানাভাবে ভারতকে বিভক্ত করে ফেলেছে।

সোমবার বিকেলে শ্রীনগরের একটি স্টেডিয়ামে এই যাত্রার ইতি টানা হয়। এসময় রাহুল গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অন্যান্য বিরোধী দলের কিছু নেতাও সংহতি জানাতে এই যাত্রায় যোগ দেন। কংগ্রেসের দাবি, রাহুলের পদযাত্রা ভারতজুড়ে ব্যাপক সাড়া পেয়েছে।

সূত্র: বিবিসি

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত