মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ডোমারে গ্রাম পুলিশদের মাঝে কম্বল বিতরণ
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৬:৫৫ PM
নীলফামারীর ডোমার উপজেলায় গ্রাম পুলিশ ও রাতে পাড়া মহল্লায় পাহাড়াদারদের মাঝে কম্বল বিতরণ করেছে থানা পুলিশ। সোমবার (৩০জানুয়ারি) বিকালে থানা চত্তরে কম্বল বিতরণ অনুষ্ঠানটির আয়োজন করে ডোমার থানা পুলিশ।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ ইন নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম উপস্থিত ছিলেন।

সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, উপজেলার প্রতিটি প্রবেশ পথে সারারাত পাহাড়া দিতে হবে। সন্দহজনক কোন কিছু দেখলে থামিয়ে পুলিশকে খবর দিতে হবে। পুলিশ দ্রুত পৌঁছে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, কোন গ্রাম পুলিশ যদি চোর ধরে তাকে পুরস্কার দেওয়া হবে। আর যে যে ইউনিয়নে মাসে একটিও চুরি হবে না। সেখানকার গ্রাম পুলিশদেরও পুরস্কার দেওয়া হবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত