মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৬:৫০ PM
পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার কিরণগঞ্জ ও তেলকুপি সীমান্ত থেকে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক উদ্ধার করেছে বিজিবি। সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা এ তথ্য জানান।

তিনি জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ২৯ জানুয়ারি আনুমানিক রাত ১০টায় অত্র ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৭/৪-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কিরণগঞ্জ নামাটোলা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩৯৬০ প্যাকেট পাতার বিড়ি, ১৩৭ কেজি বিড়ির মসলা, ২১৭ কেজি তামাক পাতা, ১১টি চটের বস্তা এবং ৫০টি শাল চাদর আটক করতে সক্ষম হয়।

অপরদিকে, ৩০ জানুয়ারি আনুমানিক ভোর ৫টায় অত্র ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, আটককৃত মালামাল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন। চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত