নেত্রকোনার কেন্দুয়ায় জনপ্রতিনিধিদের অংশ গ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে কেন্দুয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দুয়ায় জনপ্রতিনিধিদের অংশ গ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.নূরুল ইসলাম।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. হাবিবুর রহমান নিরাপদ খাদ্য বিযয়ে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া থানা তদন্ত কর্মকর্তা মো. আশরাফুল আলম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, মো. ফজলুর রহমান, মো. আব্দুস ছালাম বাঙ্গালী, কামরুজ্জামান খান সোহাগ, এনামুল কবীর খান, মো. লুৎফর রহমান, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ সাংবাদিকগণ প্রমূখ।
-বাবু/এ.এস