মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
কেন্দ্রীয় ব্যাংকে সংস্কার
ডেপুটি গভর্নরের দায়িত্ব পুনর্বণ্টন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৬:২২ PM
নতুন গভর্নর আবদুর রউফ তালুকদার দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়েছিলেন, কেন্দ্রীয় ব্যাংককে বুদ্ধিবৃত্তিক, পেশাদারিত্ব ও প্রকৃত নিয়ন্ত্রক সংস্থা হিসাবে প্রতিষ্ঠা করা হবে। কিন্তু এসব পদক্ষেপ বাস্তবায়নে খোদ কেন্দ্রীয় ব্যাংকের মধ্যেই বাধা সৃষ্টি হচ্ছে। তাই নিজ কর্মস্থলে সংস্কার শুরু করেছেন গভর্নর।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাসেরের দায়িত্ব পুনর্বণ্টন করেছে বাংলাদেশ ব্যাংক। আবু ফরাহ নাসেরকে নতুন করে আটটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে সেসব বিভাগের দায়িত্বে ছিলেন কাজী ছাইদুর রহমান। ডেপুটি গভর্নরদের এই দায়িত্ব পুনর্বণ্টন করে দেন গভর্নর আবদুর রউফ তালুকদার।

জানা গেছে, এক প্রভাবশালী ডেপুটি গভর্নরের বিরুদ্ধে বিশেষ একটি শিল্প গ্রুপকে সহযোগিতা দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন ঋণ অনিয়মের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সময় তিনি হস্তক্ষেপ করেছেন। ফলে গভর্নরের অনেক পদক্ষেপ বাস্তবায়নে খোদ কেন্দ্রীয় ব্যাংকের মধ্যেই বাধা সৃষ্টি হচ্ছে।

যেসব বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে সেগুলো হলো—ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমি, ব্যাংক পরিদর্শন বিভাগ-৪, ব্যাংক পরিদর্শন বিভাগ-৭ ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগ।

দায়িত্ব পুনর্বণ্টনের পর এখন ১৪টি বিভাগের দায়িত্ব পালন করবেন কাজী ছাইদুর রহমান। সেগুলোর মধ্যে রয়েছে—হিউম্যান রিসোর্সেস পার্টমেন্ট-১, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২, ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট, ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্ট, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্যাটেজি (এনএফআইএস) অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্ট, ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২, আইন বিভাগ ও ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স।

আবু ফরাহ মো. নাসের যেসব বিভাগের দায়িত্ব পালন করবেন—ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ, গ্রেডিট গ্যারেন্টি ডিপার্টমেন্ট, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমি, ব্যাংক পরিদর্শন বিভাগ-৪, ব্যাংক পরিদর্শন বিভাগ-৭ ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগ।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্বে রয়েছেন চারজন। ৫০টি বিভাগের দায়িত্বে রয়েছেন তারা। ডেপুটি গভর্নর-১ আহমেদ জামারের দায়িত্বে আছে ১৩টি, ডেপুটি গভর্নর-২ কাজী ছাইদুর রহমানের দায়িত্বে ১৪টি, ডেপুটি গভর্নর-৩ একেএম সাজেদুর রহমান খানের দায়িত্বে ১২টি ও ডেপুটি গভর্নর-৪ আবু ফরাহ মো. নাসেরের অধীনে রয়েছে ১১টি বিভাগের দায়িত্ব।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কেন্দ্রীয়   ব্যাংক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত