মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
গোপনে ভিডিও করে ব্ল্যাকমেইল, গ্রেফতার ২
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৬:২৬ PM
রাজশাহী মহানগরীর নিউ পপুলার-২ নামের আবাসিক হোটেলের কক্ষে লাগানো ছিল গোপন ক্যামেরা। ওই ক্যামেরায় গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এক দম্পতিকে। অভিযোগ পেয়ে পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হোটেল কক্ষে গোপনে ধারণ করা ভিডিওচিত্র। গ্রেফতারকৃতরা হলেন ওই হোটেলের ব্যবস্থাপক শরিফ উদ্দিন (২৮) এবং হোটেল বয় আবদুন নূর (১৯)। শরিফ উদ্দিনের বাড়ি নওগাঁর পোরশায়। আর আবদুন নূরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে।

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় হোটেলটির অবস্থান। ওই এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এবং অসংখ্য বেসরকারি হাসপাতাল-ক্লিনিক। দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে এসে অসংখ্য মানুষ ওই এলাকার আবাসিক হোটেলে রাতে থাকেন। হোটেলটিতে অনেককেই এভাবে জিম্মি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ সূত্র জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তার স্ত্রীকে নিয়ে গত রবিবার রাতে নিউ পপুলার-২ হোটেলে ওঠেন। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা হোটেলে ওঠার কিছুক্ষণ পরই শরিফ ও নূর গিয়ে দরজায় কড়া নাড়েন। এ সময় তাদের কাছে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। বলা হয়, হোটেল কক্ষের ভিতরের দৃশ্য ভিডিও করা হয়েছে। এখন টাকা না দিলে ভিডিও ফাঁস করা হবে। ওই রাতেই দুই শিক্ষার্থী হোটেল থেকে পালিয়ে বাঁচেন। পরদিন সোমবার শরিফ ও নূর তাদের কাছে দফায় দফায় ফোন করে টাকা দাবি করেন। প্রথমে তিন লাখ, এরপর দুই লাখ, সর্বশেষ ৫০ হাজার টাকা দিলে ভিডিও প্রকাশ করা হবে না বলে তাদের জানানো হয়। বাধ্য হয়ে ওই দম্পতি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতাকে জানান। তিনি ওই হোটেলে গিয়ে নূর ও শরিফের ফোন তল্লাশি করে ভিডিওচিত্র পান।

ছাত্রলীগের ওই নেতা জানান, শুধু যে ওই শিক্ষার্থী দম্পতির ভিডিও আছে, তা নয়। আরও অনেক সাধারণ মানুষের ভিডিও করেছেন শরিফ ও নূর। তাদের ফোন তল্লাশি করে দেখা গেছে, এসব ভিডিওচিত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে আরও অনেককে পাঠানো হয়েছে। তাই বিষয়টি রাতেই পুলিশকে জানানো হয়। পরে রাজপাড়া থানা-পুলিশের একটি দল হোটেল থেকে দুইজনকে আটক করে।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থী হোটেলের মালিকসহ পাঁচজনের নামে পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। গ্রেফতার দুইজনকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া আরও কতজনের সঙ্গে এ ধরনের ব্ল্যাকমেইলের ঘটনা ঘটেছে তা পুলিশ তদন্ত করছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্ল্যাকমেইল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত