মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ধর্ষণ মামলায় ধর্মগুরু আসারাম বাপুর যাবজ্জীবন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৬:৩১ PM
ভারতের স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে আরও একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।  ২০১৩ সালে দায়ের করা ওই ধর্ষণের মামলায় আসারাম বাপুকে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ড দেয় গুজরাটের একটি আদালত। এই মামলাতে সোমবারই তাকে দোষী সাব্যস্ত  করা হয়েছিল।

নিজের আশ্রমের এক প্রাক্তন শিষ্যা আসারামের বিরুদ্ধে ধর্ষণ মামলাটি করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা চলছিল এতদিন। আসারামের বিরুদ্ধে ধর্ষণ, জোর করে আটকে রাখা, মহিলাদের সঙ্গে অপরাধমূলক কাজ করা, মারধর করা, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল।

এদিকে ২০১৩ সালের ৬ অক্টোবর আসারামের বিরুদ্ধে আহমেদাবাদের একটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। আরও ৬জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়। ২০০১-২০০৬ সাল পর্যন্ত সুরাটের এক নারী আসারামের আশ্রমে থাকতেন। সেই সময় তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে তিনি আশ্রম থেকে পালিয়ে যান।

৮১ বছর বয়সী আসারাম তিনি বর্তমানে যোধপুর জেলে রয়েছেন। ২০১৩ সালে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে জেল খাটছেন তিনি।

সূত্র: এনডিটিভি

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ধর্ষণ   যাবজ্জীবন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত