শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
কর্মীদের কে ৯০ কোটি টাকা বোনাস দিল হেনান মাইনস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৫৭ PM
মাত্র ৪০ কর্মীকে বছর শেষে ৯০ কোটি টাকা বোনাস দিয়েছে একটি চীনা কোম্পানি। খবরটি বিশ্বজুড়ে বেশ শোরগোল তুলেছে। তবে সেই আলোচনা শুধু কর্মীদের মোটা অঙ্কের বোনাস দেওয়ার জন্য নয়। 

জোর বিতর্ক চলছে বোনাস দেয়ার অদ্ভুত উপায় নিয়েও। বছর শেষে কোম্পানির অফিসে আয়োজন করা হয় বাৎসরিক পার্টির। সেই পার্টিতে মঞ্চে রীতিমতো ব্যাংক নোটের স্তূপ করা হয়। দুই-এক কোটি নয়। ৬১ কোটি মিলিয়ন ইউয়ান। ডলারে যার পরিমাণ ৯ মিলিয়ন। 

বাংলাদেশি টাকায় ৯০ কোটির বেশি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর এরপরই বিষয়টি নিয়ে উঠেছে সমালোচনা ও বিতর্কের ঝড়। সোমবার সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, চীনের হেনান প্রদেশভিত্তিক ক্রেইন তৈরি ও বাজারজাতকারী ওই প্রতিষ্ঠানটির নাম।


বাবু/এ আর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত