১০ দিন ব্যাপী শুরু হয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) উদ্যোক্তা ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা-২০২৩ইং।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নীলফামারী বড় মাঠে মেলার অনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারী জেলা বিসিক কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। বিসিক এর উপ-মহাব্যবস্থাপক হুসনে আরা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা চেম্বার অব কর্মাসের সভাপতি এস.এম শফিকুল ইসলাম ডাব্লু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মামুদ। রংপুর ও পঞ্চগড় জেলার উদ্যোক্তার অংশ গ্রহনে মেলায় ছোট বড় ৫৫ টি স্টল রয়েছে।
-বাবু/এ.এস