মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
ক্লাস বন্ধ রেখে বরণ অনুষ্ঠানে শিক্ষকরা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪৬ PM
২০২৩ সালে সিরাজগঞ্জের তাড়াশে নিয়োগ পাওয়া ১০৭ জন সহকারী শিক্ষকের বরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিষদ কর্তৃক।  বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে যোগ দেওয়া শিক্ষদের মধ্যে ৮৪ জন প্রাক প্রাথমিকের শিক্ষক রয়েছেন।

এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল বলেন, বরণ অনুষ্ঠানে শিক্ষদের দিক নির্দেশনাও দেওয়া হবে। একদিন ক্লাস বন্ধ থাকলে তেমন কোনো ক্ষতি হবে না। তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখের ফেসবুক স্ট্যাটাসে বলছেন, রাতে দেখলাম সহকারী শিক্ষকদের বরণ অনুষ্ঠানের ব্যানার। আর সকালেই দেখি ব্যানার পাল্টে গেছে।

নতুন ব্যানারে লেখা রয়েছে, সদ্য যোগদানকৃত শিক্ষা অফিসার ও নতুন নিয়োগপ্রাপ্ত ১০৭ জন সহকারী শিক্ষকের বরণ ও শিক্ষার মানন্নোয়ন শীর্ষক মতবিনিময় সভা। এলাকার সচেতন মহন জানান, বরণ অনুষ্ঠানে সহকারী শিক্ষকদের সঙ্গে অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও এসেছেন। তাহলে ক্লাস বন্ধ করে শিক্ষার মানন্নোয়ন কীভাবে সম্ভব। বরণ অনুষ্ঠানটি ছুটির দিনেও করা যেত। কারণ আগামী শুক্র, শনি ও রবিবার সরকারি ভাবে স্কুল ছুটি রয়েছে।

স্থানীয় কয়েকজন শিক্ষক বলেন, ১০৭ জন শিক্ষকের মধ্যে অনুষ্ঠানে ৮৪ জন রয়েছেন প্রাক প্রাথমিকের শিক্ষক। দুপুর পর্যন্ত এ অনুষ্ঠান চলবে। উল্লেখ্য  প্রাক প্রাথমিকের পাঠদান করা হয় সকাল ৯টা থেকে বেলা সারে ১১টা পর্যন্ত। উক্ত অনুষ্ঠানের কারণে সদ্য যোগদানকৃত ৮৪ শিক্ষকের বিদ্যালয়ের বৃহম্পতিবার প্রাক প্রাথমিকের ক্লাস বন্ধ রয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ক্লাস বন্ধ   শিক্ষক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত