রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
শুক্রবার শুরু হচ্ছে আন্তর্জাতিক হৃদরোগ বিশেষজ্ঞদের সম্মেলন
অংশ নেবেন বিশ্বের ৮০০ খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:২৮ PM আপডেট: ০২.০২.২০২৩ ৬:৩০ PM
সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপ, ভারত, জাপান, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল ও ভুটানসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৮০০ হৃদরোগ বিশেষজ্ঞ অংশ নেবেন। দুই দিনের এই সম্মেলনে ‘লাইভ ট্রান্সমিশন’ সহ বিভিন্ন বিষয়ে মোট ২৮ সেশনের আলোচনা করা হবে।

প্রতি বছরের মত এবারও হৃদরোগ বিশেষজ্ঞ ও গবেষকদের সংগঠন বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিকস-বিআইটির উদ্যোগে ১৩ তম বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিআইটি  সামিট। ২০১১ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে বিআইটি সামিট। সুচনালগ্ন থেকে পর্যায়ক্রমে পশ্চিমবাংলা ঢাকাসহ বিভিন্ন দেশে এই সম্মেলন আয়োজিত হয়।  যৌথ আয়োজনে শুক্র ও শনিবার, দুই দিনের এই সম্মেলনে হোটেলের টিউলিপ ও লিলি হলে, এই দুই ভাগে ১৪টি করে মোট ২৮ সেশনে আলোচনা হবে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) কার্যতালিকা 
টিউলিপ হলে সকাল ৯টায় ‘চ্যালেঞ্জিং কেসেস ফর্ম এক্সপার্ট’ এবং লিলি হলে ‘ক্যাথল্যাব নার্সেস অ্যান্ড টেকনিশিয়ান কেস প্রেজেন্টেশন’ শিরোনামে সেশনের মধ্য দিয়ে প্রথম দিনের অধিবেশন শুরু হবে। 

সন্ধ্যা ৬ টায় আমেরিকান কলেজ অব কার্ডিওলজি এবং বিআইটির যৌথ উয্যোগে ‘বিআইটি ২০২৩’ নামে সেশনের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শেষ হবে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) কার্যতালিকা
টিউলিপ হলে সকাল ৯টায় ‘কমপ্লেক্স কেসেস উইথ দ্যা মাস্টারর্স’ শিরোনামে দিনের প্রথম অধিবেশন শুরু হবে। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘ইন্ট্রাভাসকুলার করোনারি ফিজিওলজি’ শিরোনামে ডিবেটের মাধ্যমে এই হলের কার্যক্রম শেষ হবে। 

একই দিন সকাল ৯টায় ‘কেস কম্পিটিশন-১’ শিরোনামে অনুষ্ঠান শুরু হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে ‘কেস কম্পিটিশন-৩ এর মধ্য দিয়ে সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

অধ্যাপক ডা. আফজালুর রহমান ও ভারতের প্রখ্যাত ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট অধ্যাপক ডা. রবীন চক্রবর্তী ছাড়াও অনুষ্ঠানের কোর্স পরিচালক হিসেবে অবদান রাখছেন ডা. শুভনান রয় (ইন্ডিয়া), ডা. এনএএম মোমেনুজ্জামান (বাংলাদেশ), ডা. গেরি এস. মিন্টজ (যুক্তরাষ্ট্র), ডা. সানযোগ কালরা (কানাডা), ডা. টান হুয়াই চেম (সিঙ্গাপুর), ডা. আঞ্জেলা হুয়ে (যুক্তরাজ্য)।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  হৃদরোগ   বিশেষজ্ঞ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত