র্যাব-৫ এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে, বিভিন্ন সময় মাদক উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে থাকে। র্যাব-৫, সদর কোম্পানী সদর কোম্পানী গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে চার কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী কৃষক বেশে তানোরে থেকে রাজশাহীর এর উদ্দেশ্যে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে চার কেজি গাঁজাসহ জামিরুল ইসলাম বাবু (৩২)কে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামি অবৈধ মাদক গাঁজা বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখে রাজশাহীর উদ্দেশ্যে আসছে বলে স্বীকার করে। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তানোর থানায় মামলা করা হয়েছে।
বাবু/জেএম