মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
আখাউড়ায় টিকেট কালোবাজারিকে জরিমানা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৩ PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন টিকেট কালোবাজারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার চরনারায়নপুরের মৃত নুরুল ইসলামের পুত্র হিরন মিয়া (৩৯), পৌরশহরের বড় বাজার এলাকার মজিবুর রহমান (৪৫) ও তারাগন এলাকার জসিম উদ্দিন (৩৫)। 

এর আগে সকালে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা ও আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলামের নেতৃত্বে রেলওয়ে ষ্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন গন্তব্যের ৫১টি আসনযুক্ত টিকেট উদ্ধার করা হয়। 

আদালত সূত্রে আরও জানা যায়, একটি কালোবাজারি চক্র দীর্ঘ দিন ধরে যাত্রীদেরকে জিম্মি করে উচ্চ মূল্যে টিকেট কালোবাজারি করে আসছে। এদের কারণে সাধারণ যাত্রীরা টিকেট ক্রয় করতে পারছে না। আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহাত থাকবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আখাউড়া   জরিমানা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত