শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
মন্ত্রীকে জুতা উপহার দিলেন শর্মিলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৩২ AM আপডেট: ০৩.০২.২০২৩ ৭:৪২ AM
হেঁটে হেঁটে মানুষের সমস্যা দেখার জন্য ভারতের তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওকে (কেসিআরকে) জুতা উপহার দিয়ছেন তেলেঙ্গানা পার্টির প্রধান ওয়াইএস শর্মিলা। 

হায়দরাবাদে সাংবাদিকদের কাছে জুতা প্রদর্শন করে শর্মিলা বলেন, আজ কেসিআরকে চ্যালেঞ্জ দিলাম, এই জুতা নিয়ে আমার সঙ্গে পদযাত্রায় হাঁটতে।

এ সময় তিনি মন্ত্রীকে কটাক্ষ করে বলেন, এই জুতা আপনার সাইজ অনুযায়ী। যদি এই জুতা আপনার ফিট না হয় তাহলে পরিবর্তনের একটি সুযোগ রাখা হয়েছে।

শর্মিলা বলেন, জনগণ যে সমস্যায় রয়েছে এ দাবি তিনি যদি ভুল প্রমাণিত করতে পারেন তাহলে আমি সব ধরনের কাজ
থেকে অবসর নিয়ে বাড়িতে চলে যাব। আর যদি তিনি ভুল প্রমাণিত করতে না পারেন তাহলে তাকে পদত্যাগ করে রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।

রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর বলেন, বর্তমানে রাজ্যের মানুষ স্বর্ণ যুগ পার করছেন। এখানে কোনো ধরনের সমস্যা নেই। দারিদ্রতা নেই।  তবে মন্ত্রীর এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেন শর্মিলা।

তিনি বলেন, মন্ত্রী যে কথা বলছেন তা সঠিক নয়। তিনি মিথ্যা কথা বলছেন। আমি যে দাবি করছি তা তিনি মিথ্যা প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে বাড়ি চলে যাব।

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জুতা   চন্দ্রশেখর   মন্ত্রীকে  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত