রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ইয়াবাসহ মো. শুভ কাজী (২০) নামে এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত শুভ জেলা সদরের খানখানাপুরের দেওয়ান পাড়া এলাকার মো. শফিক কাজীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (ওসি) মো. মনিরুজ্জামান খানের নেতৃত্বে সঙ্গীও ফোর্সসহ জেলা সদরের শহিদ ওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর ক্লাবের সামনের পাকা রাস্তার উপর থেকে ৯০ হাজার টাকা মূল্যের ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ মো.মনিরুজ্জামান খান বলেন ধৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বাবু/জেএম