পাবনা জেনারেল হাসপাতালে নার্সকে মারধর করে আহত করার ঘটনায় সাদ্দাম নামের একজনকে আটক করেছে পুলিশ। পাবনা অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে পাবনা সদর থানার ভাড়ারা এলাকা থেকে সাদ্দামকে আটক করা হয়। সাদ্দাম ঘটনার পর থেকে সদর উপজেলার ভাড়ারা এলাকায় আত্মগোপন করে ছিল।
পাবনার ইছামতি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন সাইন্স এন্ড মিডওয়াইফারি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজা হোসেন গত মঙ্গলবার মেডিসিন ওয়ার্ডের মহিলা ইউনিটে ডিউটিরত ছিলেন। ওই সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নার্স রাজাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে অভিযুক্ত দালাল সাদ্দাম। এ ঘটনার পর থেকে সাদ্দামকে আটকসহ ৮ দফা দাবিতে কর্মবিরতিতে নামেন শিক্ষার্থী ও ইন্টার্ন নার্সরা।
পাবনা জেনারেল হাসপাতালে সহকর্মীকে মারধরের প্রতিবাদে টানা ৩য় দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন নার্সরা। ৪র্থ দিনে সাদ্দাম আটক হওয়ার পর থেকে তারা কর্মসূচি আপাতত প্রত্যাহার করেন।
বাবু/জেএম