কেন্দুয়ায় সিএনজি দূর্ঘটনায় ২ শিশুসহ ১০ জন আহত হয়েছেন।
নেত্রকোনার কেন্দুয়ায় শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিকালে কেন্দুয়া - চিরাং সড়কে সিএনজি দূর্ঘটনায় ২ শিশু সহ ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় কেন্দুয়া থেকে তাড়াইলগামী সিএনজির সাথে তাড়াইল থেকে কেন্দুয়াগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ শিশু সহ ১০ জন আহত হয়।
আহতরা হলেন তামিম (৯),সারোয়ার (৩০),শফিক (৪০), ফরহা (৯),আজিজুর রহমান (২৫), নুরুল্লাহ( ৪৫),অপু (১৮),আসাদুল (১৭),গোলাম মোস্তফা (৭০)।
কেন্দুয়া থানার অফিসার (তদন্ত) আশরাফুল ইসলাম সিএনজি দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের থনার ফোর্স খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার ডা. সুদির্শনা জানান আহত ১০ জনের মধ্যে ৮ জনকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি ২ জন শিশু তামিম এবং গোলাম মোস্তফার অবস্থা আশংকাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
-বাবু/এ.এস