রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
ডোমারে দ্রুত রাস্তা মেরামতের দাবিতে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন
রতন কুমার রায়,ডোমার (নীলফামারী)
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৭ PM আপডেট: ০৫.০২.২০২৩ ৫:৪৪ PM

নীলফামারীর ডোমারের আন্ধারুর মোড় হতে সোনারায়ের পুঠিরমোড় পর্যন্ত রাস্তাটি সংস্কারের জন্য ভেঙ্গে ফেলার এক বছর অতিবাহিত হলেও মেরামত না করায় ঠিকাদারী প্রতিষ্ঠান নাছিমুল একরাম সুমন ট্রেডার্স’র বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। ডোমার সদর ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের বাসীন্দারা এ মানববন্ধের আয়োজন করেন।

শনিবার (৪ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় আন্ধারুর মোড়ে শতাধীক মানুষ মানববন্ধনে অংশগ্রহন করেন। অন্ধারুর মোড় এলাকার পল্লী চিকিৎসক ইয়াসিন আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মিল চাতাল ব্যবসায়ী মিলন ইসলাম, শাওন হিমাগারের প্রধান স্টোর কিপার সিরাজুল ইসলাম শাহীন, ডোমার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুর ইসলাম, নাট্যকার আমিনুর রহমান ও মজনু ইসলাম প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, রাস্তাটি সংস্কারের জন্য এক বছর পূর্বে ভেঙ্গে ফেলে, ডোমারের ঠিকাদারী প্রতিষ্ঠান নাছিমুল একরাম সুমন ট্রেডার্স। কিন্তু নানান তালবাহানায় কাজ না করে সময় ক্ষেপণ করছেন প্রতিষ্ঠানটি। ফলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়েছে। রাস্তার পাশে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় আছে। রাস্তার ধুলোয় শিশু শিক্ষার্থীরা নানান রোগে আক্রান্ত হচ্ছে। বাড়ী ঘরে ঢুকছে ধূলো। সর্ব সাধারনের চলাচল, যানবাহন ও শিক্ষার্থীরা চলাচল করতে পারছেনা। রাস্তার পার্শ্বে  বাড়ী ঘর ও মাঠের ফসল ধুলোয় ঢেকে যাচ্ছে। আমরা দ্রুত রাস্তাটির কাজ শেষ করার জোড় দাবী করছি।

এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান নাছিমুল একরাম সুমন ট্রেডার্স এর সত্বাধিকারী নাছিমুল একরাম সুমন জানান, আন্ধারুর মোড় হতে পুঠির মোড় ৩.১০০ কিলোমিটার রাস্তাটি মেরামতের জন্যে এক কোটি ৭১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উল্লেখিত কাজটি টেন্ডারের সময় প্রয়োজনীয় জিনিস পত্রের যে দাম ধরা হয়েছে। কাজ শুরু করার সময় তাহা দিগুন হয়ে দাঁড়ায়। এই মূহুর্তে কাজটি করলে আমাকে প্রায় ৪০ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হতে হবে। ফলে আমি কাজটি বাতিল করতে চেয়েছি। কিন্তু কর্তৃপক্ষের নির্দেশে বাতিল করতে পারিনি। চলতি মাসের ২০ তারিখের মধ্যে কাজটি শুরু করবো।

এলজিইডি উপজেলা প্রকৌশলী মোস্তাক আহমেদ বলেন, রাস্তার কাজটি দ্রুত শুরু করার জন্যে ঠিকাদারী প্রতিষ্ঠানটিতে দু’টি চিঠি দিয়েছি। চলতি বছরের জুন মাসের মধ্যে কাজটি শেষ করার জন্যে বলা হয়েছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত