শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
মোজাইক ভাইরাসের বিপাকে নীলফামারীতে কুমড়াচাষিরা
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২০ PM

মিষ্টি কুমড়া গাছের পাতায় হলুদ ছোপ ছোপ দাগ বিবর্ণ হয়ে যাচ্ছে গাছ কৃষি বিভাগ বলছে মোজাইক ভাইরাস। এই ভাইরাসের ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে মিষ্টি কুমড়ার গ্রাম সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে। দেশের মিষ্টি কুমড়া উৎপাদনের বড় একটি অংশের চাহিদা পুরন করে আসছে ইটাখোলা ইউনিয়ন।ফলে দিশেহারা হয়ে পড়েছে স্থানীয় কৃষকেরা।

মোঃ আলী হোসেন জানান ৪ টি প্লটে ৩ বিঘা জমিতে উন্নত জাতের মিষ্টি কুমড়ার বীজ রোপন করি, গাছে ফুল ও ফল আসার পর পর গাছের পাতা ছোট হওয়া, পাতার গায়ে হলুদ দাগ ও ছোপ ছোপ হয়ে গিয়েছে। দেখা দিয়েছে ফলনে পচন, ঠিকমতো গাছে ফুল ও ফল আসছে না।  

ইটা খোলা ডাঙ্গাপাড়ার চাষী মোঃ আবুল ফারুক  গত বছর এই জমিতে বিঘা প্রতি ১ হাজার থেকে ১২শ পিস মিষ্টি কুমড়া আবাদ হলেও এ বছর ৪ থেকে  ৫ শ পিস মিষ্টি কুমড়া পাওয়াই অনেক কষ্টের হবে।

একই গ্রামের আশরাফ হোসেন বলেন, আমি আডাই বিঘা জমিতে আবাদ করেছি উন্নত জাতের মিষ্টি কুমড়া।  আমার ও অবস্থা খারাপ খুব চিন্তায় আছি কৃষি অফিসের বি এস ও ঠিক ভাবে আসেনা।

ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির জানান, আমি জানতে পেরে দ্রুত কৃষি বিভাগকে বিষয়টি অবগত করেছি।

উপজেলা কৃষি অফিসার মোঃ আতিক আহম্মেদ জানান, আমরা ইটাখোলাতে এস ও জাকির হোসেন কে পাঠিয়েছি এটা মোজাইক ভাইরাস, আক্রমণ হওয়া গাছের ডাল পাতা কেটে ফেলতে হবে প্রয়োজনে গাছ তুলে ফেলে দিতে হবে কারন পাতায় জাত পোকা থাকে। এছারা একই জমিতে বার বার একই ফসল উৎপাদন করলে ও  বীজ এর মাধ্যমে এর  মাধ্যমে এই মোজাইক ভাইরাস ছড়ায়।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত